ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাসেলস থেকে ১৯ রুশ কূটনীতিককে বহিষ্কারের পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় ইউানয়নের (ইইউ) ১৮ কূটনীতিককে শুক্রবার বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইইউর এই ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব রাশিয়া ছেড়ে চলে যেতে হবে। খবর আনাদোলুর।
রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে নিন্দা করে ইইউ বলেছে, মস্কোর নেওয়া শুক্রবারের এই সিদ্ধান্তের কোনও ভিত্তি নেই। পুরোপুরিভাবে পাল্টা জবাব দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত মার্চ মাসের শেষে আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক রিপাবলিক সমন্বিতভাবে একটি নির্দেশ দিয়ে মোট ৪৩ জন রুশ দূতাবাস কর্র্মীকে গুপ্তচরবৃত্তির সন্দেহে বহিস্কার করেছে।
এরপর গত ৫ এপ্রিলে ইইউ ১৯ রুশকে তাদের কূটনৈতিক মর্যাদার বিপরীত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেলজিয়াম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।
ধারনা করা হচ্ছে, ইউরোপীয় দেশগুলোর এমন পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার জন্যই ইইউ কূটনীতিকদের রাহিষ্কার করছে রাশিয়ার।