ধূমকেতু প্রতিবেদক : ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম পটু বাবু। সে রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকার নবাব জানের ছেলে।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালে বাটার দোকানের পাশের গলিতে গোদাগাড়ী থেকে আসা উজ্জল নামের এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে পটু। এসময় তাকে আটকে রেখে বোয়ালিয়া থানা পুলিশে খবর দেন সিটিএসবির পুলিশ সদস্যরা। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ এসে সাংবাদিক ও পুলিশ পটু বাবু নামের ঐ চাঁদাবাজকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
জানা যায়, রোববার সকালে উজ্জল গোদাগাড়ী থেকে কাজের জন্য শহরে আসে। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বাঘাইল এলাকার হামেদ আলীর ছেলে। উজ্জল বেলা সাড়ে ১১ টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থতি বাটার দোকানের পাশের গলি দিয়ে যাওয়ার পথে পটু তার পথ রোধ করে। পটু তাকে বলে, আপনি হোটেল থেকে আসছেন, ব্যবসা করেন? উজ্জল না বলে যেতে চাইলে পটু তাকে টেনে ধরে আগে সাংবাদিক পরে পুলিশ পরিচয় দেয়। বলে, টাকা দেন নয়তো আপনাকে থানায় নিয়ে যাবো। এমন কথার প্রেক্ষিতে উজ্জল পকেটে থাকা ৩০০ টাকা বের করে পটুর হাতে দেন। এসময় সিটিএসবির পুলিশ সদস্যরা ঘটনা দেখতে পেয়ে পটুকে আটকে রেখে বোয়ালিয়া থানা পুলিশে খবর দেয়। পরে বোয়ালিয়া থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।