ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী মহানগরীর ১৭নং ওয়ার্ডে সেলাই ৮টি সেলাই মেশিন, ২৫০০ শাড়ি ও ১৫০০ লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে নগরীর আমচত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন, শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহুর আয়োজনে সেলাই মেশিন, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সিটি কর্পোরেশনের ৬নং জোন কাউন্সিলর মাজেদা বেগম প্রমুখ।