ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তির পুকুর থেকে মাছ লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের পারএনায়েতপুর গ্রামে মাছ লুটের এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম উজ্জল কুমার সরদার (৪২)। তিনি পারএনায়েতপুর গ্রামের বিশ্বনাথ সরদারের ছেলে। ঘটনায় শুক্রবার রাতে রফিজ উদ্দিনসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
ভুক্তভোগী উজ্জল কুমার জানান, পৈত্রিক সূত্রে পাওয়া ব্যক্তিমালিকানার ভোগদখলীয় একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। শুক্রবার ভোরে হঠাৎ করেই একই গ্রামের রফিজ উদ্দিনের নেতৃত্বে আজিজার সোনার, ময়নুল ইসলামসহ আসামিরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বেড়জাল দিয়ে পুকুরটিতে মাছ ধরতে থাকে। এসময় ছোটভাই উত্তম কুমার সরদার টের পেয়ে তাঁদের বাধা দিলে মারধর করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, ছোটভাইকে বাঁচাতে জয়ন্তী রানী ও ভাতিজা জয় এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। এসময় লুটকারীরা পুকুর থেকে অন্তত লক্ষাধিক টাকা মাছ লুট করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছার আগেই মাছ ধরার লোকজন সটকে পড়েন।
তিনি আরও বলেন, এ বিষয়ে উজ্জল কুমার বাদি হয়ে থানায় মামলা করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।