ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর পৌরসভায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় রোববার (২২ স্থানীয় প্রফেসরপাড়া হতে সুজানগর পৌর বাজার পর্যন্ত আরসিসি রাস্তা পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান।
অন্যদের মাঝে উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও পৌর কাউন্সিলর আব্দুর রহিম প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক।
আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সুজানগর পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ৫৩ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে সুজানগর পৌরসভার প্রফেসরপাড়া হতে পৌর বাজার পর্যন্ত আরসিসি রাস্তা পুনঃ নির্মাণের এ কাজ করা হবে।