ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
রোববার (২২ মে) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ ব্যবসায়ী ও ৫ দোকান ঘর মালিক সহ মোট ১১ জনের মাঝে নগদ অর্থ, চাল, শাড়ীসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান খান, আওয়ামী লীগ নেতা মন্টু হাজারী, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, নাজিরগঞ্জ ইউপি সদস্য হারুন, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল, নাজিরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাজিরগঞ্জ বাজারের মন্ডল মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ভয়াবহ এ অগ্নিকাকান্ডে স্থানীয় মন্ডল মার্কেটের খলিল হোসেনের মুদি দোকান, নুর হোসেন লতা সরদারের হার্ডওয়্যার দোকান, সুজন আলীর কসমেটিকস দোকান, রেজাউল সরদারের কাপড়ের দোকান, আব্দুল মালেকের সিমেন্টর দোকন ও গনেশের দোকান সহ মোট ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে পাবনা ও সুজানগরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।