ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে ইয়ানুর নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকালে রাস্তার পাশের একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শিশু ইয়ানুর খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের সোহাগ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিবেশীদের ছেলে-মেয়েদের সঙ্গে খেলা করছিলো। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে শিশুর ইয়ার আলী মুখ চুবরে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা।
পরে শিশুটিকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।