ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার খলিল মোড়ে বসে বাদাম বিক্রি করে করে চলে অন্যদা প্রসাদ উরাও পলুর সংসার। একদিন বাদাম বিক্রি না হলে আর চলে না সংসার। জন্ম থেকেই অভাবি সংসার তার। কষ্ট করে হলেও দুই মেয়েকে বিয়ে দিলেও অসুস্থ স্ত্রীকে নিয়ে পড়েছেন মহা বিপাকে।
পলুর বর্তমান বয়স ৭৫ বছর। একটা মাত্র ছেলে তাও আবার সন্নাসী হয়ে শশাণে শশাণে ঘুরে বেড়াচ্ছেন। তখনকার সময়ে পলুর বাবা হতদরিদ্র হওয়ায় সংসারের খরচ জোগাতে না পেরে প্রায় ৪০ বছর ধরে উপজেলার হাটপাঙ্গাসী বাজারে বাদাম বিক্রি শুরু করেন হত দরিদ্র অন্যদা প্রসাদ উরাও পলু।
দরিদ্র পলুর সাথে কথা হলে তিনি বলেন, ১৯৬৮ সালে এস,এস, সি পাশ করার পর দারিদ্রতার কারেনে আর লেখাপড়া করতে পারেননি তিনি। তবে আশ্চর্য বিষয় হলো সেই ছাত্র জীবন থেকেই তিনি নিয়মিত টাকা দিয়ে ক্রয় করে পত্রিকা পড়ছেন। তখনকার সময়ে পোস্ট অফিসের মাধ্যমে দৈনিক ইত্তেফাক পত্রিকা সংগ্রহ করে পড়তেন। বর্তমানে তিনি বাদাম বিক্রির পাশাপাশি দৈনিক আমার সংবাদ, দৈনিক করতোয়া পত্রিকাসহ বেশকিছু আন্চলিক পত্রিকা নিয়মিত পড়ছেন।
তিনি খুব বিনয়ের সাথে জানান, তখনকার সময়ে তামাক বিক্রি করে লেখাপড়া করতাম। দারিদ্রতার কারণে আর লেখাপড়া করা সম্ভব হয়নি। আমি বাদাম বিক্রি করেই কর্ম করতে চাই। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় অসুস্থ স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচেই বাদাম বিক্রি করে সংসার চালাতে হচ্ছে অন্যদা প্রসাদ উরাও পলুকে।