ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের (বীর নিবাস) লটারি অনুষ্ঠিত হয়েছে।
সুজানগর উপজেলায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পে (২য় পর্যায়ে) ৪৩ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ৫টি প্যাকেজের মাধ্যমে ৪৩টি বীর নিবাস নির্মাণের জন্য ঠিকাদার নির্ধারণের জন্য দরপত্র আহ্বান করা হয়।
রোববার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে চার শতাধিক ঠিকাদারের দরপত্রের মধ্যে উন্মুক্ত এ লটারি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
আরও উপস্থিত ছিলেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, ঠিকাদার মনসুর রহমান, সরদার রাজু আহমেদ, মোজাম্মেল হোসেন, সরদার আব্দুর রউফ সহ দরপত্র জমাদানকারী অন্যান্য ঠিকাদার ও তাদের প্রতিনিধিবৃন্দ।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, ২য় পর্যায়ে সুজানগর উপজেলায় ৪৩টি বীর নিবাসের জন্য ৫টি প্যাকেজে মাধ্যমে লটারির মাধ্যমে ৫ জন ঠিকাদার চূড়ান্ত করা হয়। এর মধ্যে ২টি প্যাকেজে ৮টি করে মোট ১৬টি এবং অপর ৩টি প্যাকেজে ৯টি করে মোট ২৭টি সহ সর্বমোট ৪৩টি ঘর নির্মাণ করা হবে। আর অসচ্ছল এ সকল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণে প্রতিটি ঘরের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা করে।