ধূমকেতু প্রতিবেদক : জাতীয় পরিবেশ পদক-২০২১ অর্জন করায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী চেম্বার ও কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ জুন) রাতে নগর ভবনে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এসময় রাজশাহী-ঈশ্বরদী-কলকাতা, কলকাতা-ঈশ্বরদী-রাজশাহী রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালুর প্রস্তাবনা রাসিক মেয়রের হাতে তুলে দেন চেম্বার নেতৃবৃন্দ।
এসময় রাজশাহী চেম্বার ও কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুসহ পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।