ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আরোহি মারা গেছে।
তারা হলো, উপজেলার শিবপুর গ্রামের রতনের ছেলে রাকিব (১৭) ও নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের আমিরের ছেলে শুভ (১৭)।
জানা যায়, শুভ উপজেলার শিবপুর গ্রামে তার নানার বাড়ি বেড়াতে আসে। সে গত শুক্রবার সন্ধ্যায় তার মামা রাকিবের সাথে মোটরসেইকেলে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে বেড়াচ্ছিল। এ সময় তারা থাঐপাড়া নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা লেগে দু’জনই ছিটকে পড়ে যায়। এতে শুভ ঘটনাস্থলেই মারা যায়। রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী নেওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।
এ ব্যাপারে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় নিহতের বিষয়টি আমি জেনেছি এবং লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।