IMG-LOGO

বুধবার, ১লা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না’ডিবি’র অভিযানে ২ বোতল মদসহ গ্রেপ্তার ২সবার প্রথমে কোন দেশ নতুন বছরকে বরণ করে?আজ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীবিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শন হবে অস্ট্রেলিয়ায়‘নাশকতা নয়, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন’‘বাণিজ্যমেলার মাধ্যমে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে’বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেইভারতের সবচেয়ে দরিদ্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাবাঘায় তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানদেশ সেরা প্রতিবন্ধি বিদ্যালয় পরিদর্শনে নওগাঁ জেলা প্রশাসকবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ দিনের আল্টিমেটাম দিল সরকারকেগোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলনদেশ সেবায় এভাবে সন্তানরা বেড়ে উঠুক – জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> হত্যার পর মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে খুনি নিজেই ঘোষণা দেন

হত্যার পর মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে খুনি নিজেই ঘোষণা দেন

কুপিয়ে জখম, হত্যা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ বন্দরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার পর ঘাতক নিজেই মসজিদের মাইকে স্বাভাবিক মৃত্যুর ঘোষণা দেন। ওই ঘাতকের বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলার আসামি হওয়ার খবর রয়েছে। নিহতের নাম মাফিয়া বেগম। শুক্রবার (১৭ জুন) বিকাল ৪টায় বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের মেয়ে লিপি ৪ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- কলাবাগ এলাকার আব্দুল আউয়াল, ছেলে শাহ আলম, মির্জা আলম ও নুরনবী।

স্থানীয়রা জানান, আব্দুল আউয়াল মিয়ার চাচাতো বোনের মেয়ে নিহত মাফিয়া বেগম। তাঁর সাথে কিছুদিন পরপর ঝগড়া হয় এবং মারধর করে শাহ আলমসহ তাঁর বাবা। শুক্রবার বিকালে কাঁঠাল নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা হলে রাস্তায় আসা মাত্র শাহ আলম লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং তার পিতা দাঁড়িয়ে থাকে।

জানা যায়, হত্যাকাণ্ড ধামাচাপা দিতে হত্যাকারী শাহ আলম নিজেই কলাবাগ জামে মসজিদের মাইকে স্বাভাবিক মৃত্যুর ঘোষণা দেয়। পরে লাশ গোসলের জন্য ব্যবস্থা করা হয়। এতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনাটি জানাজানি হলে শাহ আলমসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

খবর পেয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের মেয়ে লিপি জানান, আমার মা কাঁঠাল নিয়ে আমার শ্বশুর বাড়ি আসবে। কিন্তু আমার মাকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে আউয়াল গংরা। আমরা নিরীহ দেখে সারা জীবনটা তারা আমার মাকে নির্যাতন করতো। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।

স্থানীয়রা জানান, এর আগেও সাবদী বাজারে হাফেজ আনিছকে কুপিয়ে হত্যা করে শাহ আলম। কিন্তু সে আবারও আরেকটি খুন করে ফেলবে কেউ ভাবতে পারেনি। আমরা সকলে চাই খুনের বিচার হোক। বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, চার জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে, এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news