ধূমকেতু নিউজ ডেস্ক : এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনলাইনে ক্লাস নেয়া শুরু করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি সমুদ্র বিজ্ঞান বিভাগে ক্লাস নেয়া শুরু করেছেন।
করোনা মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে অনলাইনে ড. হাছান মাহমুদ প্রথম ক্লাস নেন।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের পরিবেশ বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নেন তথ্যমন্ত্রী। তার আগে তিনি পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিস বিষয়ে দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ড. হাছান মাহমুদ। এরপর বেলজিয়ামের ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে হিউম্যান ইকোলজি এবং ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
৩টি বিষয়ে স্নাতকোত্তর শেষে ইন এনভায়রনেমন্টাল সায়েন্স: পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পিএইচডি করেন ড. হাছান মাহমুদ। শিক্ষাজীবন শেষ করে তিনি ব্রাসেলসের ইউরোপিয়ান ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবে মনোনীত হন।