ধূমকেতু নিউজ ডেস্ক : মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা একটি চকোলেটের চালানের ভেতর থেকে দুই কোটি টাকার উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি সদস্যরা। কাস্টমস কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত মুক্তি এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স বাতিল করেছে মঙ্গলবার।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সোনালী ট্রেডিং ভারত থেকে ২০২ প্যাকেজের ১ ট্রাক চকোলেট ও অন্যান্য রকমারি পণ্য আমদানি করে, যার মেনিফেস্ট নাম্বার ২৩৬১৬। পণ্য চালানটি খালাসের লক্ষ্যে সিএন্ডএফ এজেন্ট মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ কাস্টমস হাউসে ডকুমেন্টস সাবমিট করে; যার কাস্টমস বি/ই নাম্বার-৪৬৫৭৯।
কাস্টমসের ডেপুটি কমিশনার বিলাল হোসেন জানান, চকোলেট শিশুদের খাদ্য হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ খাদ্যের গুণগতমান নির্ণয়ের জন্য বিএসটিআই অফিসে নমুনা পাঠান। চকোলেটের গুণগতমান নির্ণয়ের প্রত্যয়নপত্র আসতে ১০ দিন সময় লাগবে বিধায় সিএন্ডএফ এজেন্ট মুক্তি এন্টারপ্রাইজ চকোলেটের রাজস্ব পরিশোধ করে টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত পণ্যটি বন্দরে রেখে বাকি পণ্য খালাস নেয়ার জন্য কমিশনার বরাবর আবেদন করে।
তিনি জানান, ৭৪ কার্টন চকোলেট রেখে বাকি পণ্য খালাস নিয়ে যায় আমদানিকারক। চকোলেটের টেস্ট রিপোর্ট আসার পর মঙ্গলবার তা বন্দর থেকে খালাস নেয় সিএন্ডএফ এজেন্ট মুক্তি এন্টারপ্রাইজ।
ডিসি জানান, চকোলেটের কার্টনের ভেতর কাতান শাড়ি রি-প্যাকিং করে ৫০ কার্টুন শাড়ি কৌশলে বন্দরের বাইরে থেকে লোড করে ঢাকায় যাওয়ার সময় বেনাপোল বাজার থেকে ট্রাকটি আটক করে বিজিবি সদস্যরা। পরে ট্রাকটি তল্লাশি করে দুই কোটি টাকার উন্নতমানের শাড়ি জব্দ করে বিজিবি। পরে ট্রাকসহ শাড়ির চালানটি বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়।
বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান জানান, সিএন্ডএফ এজেন্ট মুক্তি এন্টারপ্রাইজ কৌশলে চুরি করে চকোলেটের কার্টনের পরিবর্তে বন্দরের বাইরে রাস্তা থেকে শাড়ির কার্টুন ট্রাকে পুনরায় লোড করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় বিজিবি ট্রাকটি আটক করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মুক্তি এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিল করা হয়েছে।