ধূমকেতু প্রতিবেদক, তানজিল : ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, যারা দেশের উন্নয়ন করে তাদের সমর্থন করলে দেশ এগিয়ে যাবে। বাংলাদেশের কোন কোন শ্রেণী পেশার মানুষ পিছিয়ে আছে তা খুঁজে খুঁজে বের করে তাদের সহায়তা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদী ভাঙ্গনে ভিটেবাড়ি হারা অসহায় মানুষদের আর্থিক সহায়তা করে প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমন কোন যায়গা নেই যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে তজুমদ্দিন উপজেলার আধুনিক অডিটরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ২০২১-২২ অর্থবছরে নদী ভাঙ্গন কবলিত এলাকার জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ, শিশুখাদ্য ও গো-খাদ্য বিতরণ কালে এমপি শাওন এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যন আবু তাহের, শহিদুল্যাহ কিরণ, মেহেদি হাসান মিশু, রাসেল নুরনবী শিকদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া।