ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়নের গ্রামীন কাচা সড়কের বিভিন্ন পয়েন্টে নির্মিত সকল ব্রীজ কালভার্টের পাখা ভেঙে রডের খাচা বেরিয়ে এলোমেলো হয়ে আছে এবং দু পাশের মাটি সরে গিয়ে হুমকিতে আছে কালভার্ট ও ব্রীজ।
এদিকে শুক্রবার (২৪ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সড়কগুলোতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে অত্র এলাকার সাধারন জনগণ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের। বিশেষ করে উপজেলার ৮ নং পাঙ্গাশী ইউনিয়নের রামেশ্বার গাতী নাড়ুয়া হয়ে ঘুড়কা পর্যন্ত কাঁচা সড়কের ৮ টি ব্রীজ কালভার্ট এছাড়াও চকনু চার মাথা ও ব্রীজ নলকা ইউপির বয়লাবিলের তিনটি ও কাঠালবাড়িয়ার দুই টি ফরিদপুরের একটি ও উপজেলার ভ্রম্যগাছা ইউনিয়নের চর ভ্রম্যগাছার একটি কালভার্ট ও ব্রীজ অত্যান্ত ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এমতাবস্থায় এলাকার সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে উপজেলার অধিকাংশ সড়কের ব্রীজ ও কালভার্টগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সু-নজর কামনা করছেন অত্র লাকার জনসাধারণ।