ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুসলিম সম্প্রদায়ের কোরবানীর ঈদ অর্থাৎ ঈদুল আজহা উপলক্ষে নাচোলে তিনটি পশুহাটের আগামী দুই সপ্তাহের ৩টি গরু-মহিষ ও দুটি ছাগল-ভেড়ারহাটে বিক্রয়ের অপেক্ষায় আছে প্রায় ১৩হাজর কোরবানীর পশু।
কোরবানীর পশুর মধ্যে বিক্রয়ের জন্য খামারী ও গৃহস্তরা ষাড়, বলদ, গাভী, মহিষ ও ছাগল-ভেড়া পালন করেছেন। আরবি জিলহজ¦ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০জুলাই রবিবার বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে।
সেইমতে নাচোলের বৃহত পশুর হাট সোনাইচন্ডি আগামী ২৯ জুন ও ৬ জুলাই বুধবার ২দিন, মল্লিকপুর পশুহাট ২৫ জুন ও ৯ জুলাই শনিবার ২দিন, নাচোল পশুহাট ২৬ জুন ও ৩ জুলাই রবিবার ২দিন, নাচোল স্টেশন ছাগলের হাট আগামী ১ ও ৮ জুলাই শুক্রবার ২দিন ও রাজবাড়ি ছাগলের হাট ঈদ উপলক্ষে সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহে ২দিন লাগলে ২৭ ও ২৯ জুন এবং ৪ ও ৭ জুলাই কোরবানীর ছাগল-ভেড়া বিক্রি হতে পারে।
জেলা প্রাণী সম্পদ অফিস থেকে জানা গেছে, এবছর নাচোলে খামারী ও গৃহস্তের বাড়িতে ২৩২২টি ষাঁড়, ১২২৯টি বলদ, ৫৩৪৭টি গাভী, ৩২৪১টি মহিষ, ও ১২০৭টি ছাগল-ভেড়া আসন্ন কোরবানীর বাজারে বিক্রয়ের অপেক্ষায় আছে। তবে এবছর সিলেট ও রংপুর বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বন্যাকবলিত দু’টি বিভাগে কোরবানীর পশু বিক্রয় করা খুবই অসুবিধা হতে পারে বলে খামারীরা আশংকা প্রকাশ করেছেন।