ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাহানারা জামান ২য় বিভাগ ফুটবল লীগ মঙ্গলবার (২৮ জুন) শুরু হবে। এই লীগে ৩ গ্রুপে ১৬ ক্লাব অংশ গ্রহণ করাছে।
অংশগ্রহণকারী ক্লাবগুলি যথাক্রমে ‘ক’ গ্রুপে গোদাগাড়ী আবাহনী ফুটবল একাডেমী, আরডিএ সাহেব বাজার স্পোর্টিং ক্লাব, শহীদ জিয়াবুল স্মৃতি সংঘ, কাটাখালি ফুটবল একাডেমী, এ আর স্মৃতি সংসদ ও আনার স্মৃতি সংসদ, ‘খ’ গ্রুপে কিশোর ফুটবল একাডেমী, বিসমিল্লাহ স্পোটিং ক্লাব, মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুন সংঘ, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ও আমবাগান ক্লাব, ‘গ’ গ্রুপে দিপ্তী পরিষদ, বরেন্দ্র স্পোর্টিং ক্লাব, জাহানারা জামান র্সতি সংসদ, সিটি বক্সিং ক্লাব ও তেরখাদিয়া প্রগতি সংঘ।
বিকাল ৩ টায় উদ্বোধনী দিনে কিশোর ফুটবল একাডেমী ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুন সংঘ। এই লীগের উদ্বোধন করবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।
জাহানারা জামান ২য় বিভাগ ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান শামসুজ্জামান রতন রাজশাহীর ক্রীড়া প্রেমিক সংগঠক ও রাজশাহীবাসিকে খেলা দেখার জন্য অনুরোধ করেছেন।