ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বিপ্লব হোসেন (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভাটরা ইউনিয়নের মীর্জাপুর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
সোমবার (১১ জুলাই) সকালে পুলিশ তার শয়ন ঘর থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, ঈদের দিন সন্ধ্যায় মীর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপ্লব ও তার বন্ধুরা গাঁজা সেবন করে। এ নিয়ে তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনা জানাজানি হলে রাতে বিপ্লবকে তার পরিবারের লোকজন শাসন করে। সেই অভিমানে রাতে বিপ্লব তার শয়ন ঘরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে থানায় ইউডি মামলা হয়েছে।