ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে গেলে উপজেলা প্রেসক্লাবের দু’জন সাংবাদিকদের সাথে পরিচয় না থাকায় ভুলবোঝাবুঝি হয়।
এ সময় সাংবাদিকদের সম্মেলন বয়কট করে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও হয়। নিজের ভুল বুঝতে পেরে ২৩ জুলাই বিকেল সাড়ে ৫ টায় ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের ডেকে তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। মানুষ ভুলের উর্ধে নয়, এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে সকল সাংবাদিক মৎস্য বিভাগের নিউজ করার ঘোষণা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, সহ সভাপতি পাস্কায়েল হেমরম, সাংবাদিক জাহিদ হাসান, মেহেদী হাসান উজ্জল।
এছাড়ও তাওসিফ ইসলাম, সাইফুল ইসলাম, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক আনিছুর রহমান, সাংবাদিক মেহেদী হাসান রাজু, সুফল চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুপস্থিত অন্যান্য সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, আব্দুল কাদের প্রেসক্লাবের সিদ্ধান্তে একমত পোষণ করেন।