ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর রাজপাড়া এলাকা মাদকমুক্ত রাখতে কাজ করছেন এলাকার সচেতন বাসিন্দারা। ‘রাজপাড়া মাদক নিয়ন্ত্রণ কমিটি’ নামে তাদের একটি সংগঠনও রয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর রাজপাড়া মহল্লায় এই সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান কামরু এর উদ্বোধন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজপাড়া মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি মাহাবুবুল আলম। সভা পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি সাহাবুল সরকার টুটুল।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ দুলাল, মাদক নিয়ন্ত্রণ কমিটির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ও সদস্য ফয়সাল আহমেদসহ অন্যরা।
উল্লেখ্য, এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে গতবছর থেকে কাজ করে যাচ্ছে ৩১ সদস্যের এই কমিটি। ঐ বছরের ১০ আগস্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।