ধূমকেতু প্রতিবেদক : ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের অবদান এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর দামকুড়া হাট মাঠে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।
আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে মাসাউসের আয়োজনে ও এমসিসির সহযোগীতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর দামকুড়াহাট মাঠে হিন্দু, মুসলিম ও খ্রীষ্টধর্মের ভাই-বোনদের অংশগ্রহণে আলাচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দামকুড়া হাট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস আলি।
বিশেষ অতিথি ছিলেন, সিস্টার সেলিনা বাড়ৈ, ইসমত আরা নয়ন, পরিচালক সিএমএস ও মাইকেল মারান্ডী, মাসাউস। সভাপতিত্ব করেন, মাসাউসের নির্বাহী পরিচালক মেরীনা হাঁসদার।
সভায় বক্তারা দাবি করেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, চাকরিতে আদিবাসীদের জন্য ৫% কোটা পূনর্বহাল ও বাস্তবায়ন, আদিবাসীদের ঐতিহ্য সংস্কৃতি রক্ষা এবং আদিবাসীদের প্রতি নির্যাতনে সুষ্ঠু বিচার এবং আদিবাসী জনগণদের অন্য সকল সম্প্রদায়ে মানুষের সাথে সমভাবে অগ্রাধিকার দিতে হবে। যেখানে সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী সহ বাংগালী সম্প্রদায়ের অনেকেই অংশগ্রহণ করে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক চেতনাকে ভুলে সকলে একই কাতারে এসে সুস্থ সংস্কৃতি চর্চা করা ও অন্য ধর্মের উৎসবকে শ্রদ্ধা করা। এভাবে নাচ, গানের মধ্যে দিয়ে আদিবাসী দিবসের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।