ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বাষির্কীতে জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (১২ আগষ্ট) সকাল ১০ টার সময় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ।
সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, এই সরকার নারীদর কে সম-অধিকার দিয়েছে, এখন ডি.সি.এস.পি সহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখন অগ্রনী ভূমিকা রাখছে। এ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, পদ্মা সেতু সহ রাস্তা ঘাট, ব্রীজ-কালভাট করেছে। এ সরকার এদশের জন্যে অনেক উন্নয়ন করেছে। বিএনপি জামাতের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে রিজার্ভ পর্যাপ্ত পরিমাণ আছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, ভূমিহীন গৃহহীনদের মাঝে বাড়ী করে দিয়েছে। এদেশে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আরও উন্নতির শিখরে পৌছে যাবে দেশে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে গোটা পৃথিবীর দ্রব্যমূল্য উর্ধ্বমূখী সেই তুলনায় আমাদের দেশের দ্রব্যমূল্য অনেক কম আছে। বিদ্যুৎতের লোডসেডিং নভেম্বর-ডিসেম্বর এর মধ্যে কমে আসবে। আগামী নির্বাচনে দেশকে আরও উন্নতির শিখরে পৌছে দেওয়ার জন্য নৌকার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ আব্দুল ওয়াদুদ (দারা), রাজশাহী জেলা আওয়ামী লীগ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক আলফর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, পবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, দিলীপ কুমার সরকার তপন, রুস্তম আলী প্রামানিক, মুরাদুল ইসলাম মুরাদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রধান শিক্ষক শহিদুল আলম, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন, আজহারুল ইসলাম বাবলু, বাবুল হোসেন, আল-আমীন বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল মান্নান, হযরত আলী, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ডলি আক্তার, সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইসরাফিল হোসেন রনি সরকার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুর্শেদ আলী সহ উপজেলা ও ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।