ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি থেকে হারিয়ে যেতে বসেছে আঠালো মাটির টিলা। এক সময় ইরি ধান কাটার পর কৃষকের জমি লাঙ্গল দিয়ে হালচাষ করে মাটি শুখানোর জন্য বেশ কিছু দিনের জন্য রেখে দেওয়া হতো।
মাটি শুখে যখন খড়খড়া হতো তখন কৃষক এই মাটি ইটামগড় দিয়ে পিটিয়ে গুরো করে চাষাবাদের জন্য জমি তৈরি করতো। আর এই সুযোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের মা-বোনেরা মাটির ডিলা সংগ্রহ করে মাটির টিলা বানিয়ে পলেথিন দিয়ে ডেকে রাখতো পরবর্তী সময়ের যেকোনো কাজের জন্য।
অবসর সময়ে কেউ কেউ উন্নত মানের মাটির চুলা, মুরগির খোপ, মাটির দেওয়াল, ঘর ন্যাপাসহ বিভিন্ন কাজেই ব্যবহার করতে দেখা যেত অনেক গৃহিণীকেই। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সব কিছুই বদলে যাচ্ছে। সেই সুবাদে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চল থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে এটেল মাটির টিলা।