ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ির আঙ্গিনায় কঁচু চাষ করে সফলতার মুখ দেখছেন একাধিক কৃষক।
সোমবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় ও কৃষকদের সাথে কথা বলে জানা যায়, প্রথমত সখ করে কঁচুর চাষাবাদ করলেও এটিকে এখন পেশা হিসেবেই বেছে নিয়েছেন অনেক কৃষক।
উপজেলার ভ্রম্যগাছা ইউনিয়নের কালিয়াবীল গ্রামের সফল কৃষক হাজি কোরব আলী বলেন, কঁচুর চাষাবাদ করেই চলে আমার সংসার। এই কঁচু একটি অর্থকারি ফসল। কঁচু আবাদ করতে তেমন পুজি লাগে না। শুধু একটু শ্রম দিলেই ভাল ফলন পাওয়া সম্ভব। তাছাড়া কঁচুর চাষাবাদ করলে সাথে ফ্রি পাওয়া যায় কঁচুর লতিও। যা উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে। বাড়ির আঙ্গিনায় পড়ে থাকা জমি কাজে লাগিয়ে এবং ভালো ফলন দেখে এলাকার সচেতন অনেক কৃষকই এখন কঁচু চাষে আগ্রহী হয়ে উঠছে।
এদিকে উপজেলার চকঁনুর গ্রামের একআরেক কৃষক বলেন, ধান চাষের পাশাপাশি কঁচু চাষ করেই আমর সংসারের অভাব দূর হয়েছে।
অপরদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আরেক কৃষক বলেন, যে কেউ ইচ্ছে করলেই অনায়াসেই বাড়ির আঙ্গিনায় পতিত বিভিন্ন জমিতে কঁচু চাষ করে স্বাবলম্বিও হতে পারেন।