ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে গৃহবধূকে মর্টার ঘরে (এসটিডাব্লিউ) তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলার চারঘন্টার মধ্যে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী উপজেলার ভাবিচা ইউনিয়নের ভালাতৈড় (ফাটকিপাড়া) গ্রামের মৃত মোস্তফার ছেলে কামরুজ্জামান (৫০)।
গ্রেপ্তারের পরে অভিযোগকারী গৃহবধু বলেন, তারা দিনমজুর। কাজের জন্য আমার স্বামী সারাদিন বাড়ীর বাইরে থাকে। সেদিন আমি হাঁস খুঁজার জন্য কামরুজ্জামানের মর্টার ঘরের পাশ দিয়ে যাওয়া পথে সে জোরপূর্বক আমাকে মর্টার ঘরের ভেতর নিয়ে মুখে গামছা চেপে ধর্ষণের চেষ্টা করে। আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি মর্টার ঘর তালা বদ্ধ। আমার চিৎকারে আমার জা ও প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে। আমি জ্ঞান হারিয়ে ফেললে কামরুজ্জামান ভয়ে আমাকে ঐ অবস্থায় রেখে ঘরে তালা মেরে পালিয়ে যায়। আমরা গরীব অসহায় স্থানীয়ভাবে মিমাংসার জন্য নেতাদের পিছে ঘুরতে ঘুরতে দীর্ঘ ৪৮ দিন পার হয়ে যায়। আমি ও আমার স্বামী ভয়ে থানায় যেতে পারছিলাম না। কামরুজ্জামান বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছিল। কোথাও কোন বিচার না পেয়ে অবশেষে ৪৮দিন পর থানায় মামলা দায়ের করি। মামলা দায়েরের মাত্র চারঘন্টার মধ্যেই পুলিশ আসামী কামরুজ্জমানকে গ্রেপ্তার করে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, মামলা ১৫ নভেম্বর রাত ১২টায় রেকর্ড হওয়ার চার ঘন্টার মধ্যে ভোর ৪টায় নিজ বাড়ী থেকে অভিযুক্ত আসামী কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ঐদিন রবিবার সকালেইতাকে জেল হাজতে প্রেরণ করা হয়।