ধূমকেতু নিউজ ডেস্ক : শেষ বাঁশির পর স্কোর বাংলাদেশ ২ : নেপাল ০। অনেকদিন পর মাঠে ফিরে জয় পাওয়ায় খেলোয়াড়রা খুশি। দর্শকদের মধ্যেও আনন্দ। দীর্ঘ ৫ বছর পর নেপালকে হারাতে পারার স্বস্তি টিম ম্যানেজমেন্টের।
তবে কাতারের মতো একটি দলের বিপক্ষে ম্যাচ সামনে রেখে নেপালের সঙ্গে কেমন খেললো দল, সে অংকও করছেন ফুটবলবোদ্ধারা। প্রথমার্ধে বাংলাদেশের পারফরম্যান্স ভালো থাকলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দ্বিতীয়ার্ধে। কোচিং স্টাফ সে ভুলগুলো নিয়ে কাজ করছে।
মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। সোমবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ অনুশীলন সেরেছে জামাল ভূঁইয়ারা। প্রধান কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের দায়িত্ব এখন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের হাতে। শেষ দিনের অনুশীলনে স্টুয়ার্ট প্রথম ম্যাচে হওয়া ভুলগুলো মনে করিয়ে দিয়েছেন।
কি ভুল ছিল প্রথম ম্যাচে? মোটাদাগেই লিখে দেয়া যায়, শুক্রবারের ম্যাচে অনেক মিস পাস হয়েছে। নিজেদের বল চলে গেছে নেপালের ফুটবলারদের কাছে। সোমবার অনুশীলনের পর এ নিয়ে কথা বলেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। হেসেহেসে বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। জিতলে মানুষ পজিটিভ কথা বলবে। আর হারলে পকপক করবে। তাই আমাদের আগামীকালের ম্যাচে জিততে হবে।’
মিস-পাস নিয়ে অধিনায়ক বলেছেন, ‘৮ মাস পর আমরা ফুটবল খেলছি। সুতরাং মিস-পাস তো হতেই পারে। আমরা জিতছি, একটু খুশি থাহেন (থাকেন)। উইন, তারপরও ক্রিটিসাইজ (জয়ের পরও সমালোচনা)! লুজ-ওকে, ফাইন (হারলে ঠিক আছে)। কিন্তু যে সময় আমরা জিততেছি এসময়ও ক্রিটিসাইজ (সমালোচনা)-এই মিস-পাস, এই ভুল!’
প্রথম ম্যাচ ২-০ গোলের ব্যবধানে জিতলেও দ্বিতীয় ম্যাচকে সহজে নিচ্ছেন না অধিনায়ক। তার কথা, ‘আমরা দ্বিতীয় ম্যাচকে সহজে নিতে পারি না। দ্বিতীয় ম্যাচে নেপাল আরও অ্যাটাক (আক্রমণ) করবে। স্টুয়ার্ট ইতিমধ্যে এসব বিষয় নিয়ে আমাদের বলেছেন। তবে দ্বিতীয় ম্যাচে নেপাল বেশি বেশি আক্রমণে উঠবে, তাই আমাদের প্রতি আক্রমণের সুযোগ থাকবে।’