ধূমকেতু প্রতিবেদক :
বৃষ্টির জলে কুড়িয়ে নিয়েছি তোর কষ্টগুলো
শরতের নীলে ছড়িয়ে দিয়েছি আনন্দে হাসি
তোর নূপুরের ছন্দে কাশবনে হিল্লোলিত বায়ু
নীলিমার ছোয়ায় নদী মিলনে কল্লোলিত ঢেউ।
বুনোফুলের হাসি দূর্বার শীর্ষে হিমেল মুক্তোয়
রূপোময় শিউলি সুগন্ধ ছড়ায় শরৎ প্রভাতে
তোর শুভ্রতার আঁচলে জাফরানি রঙে হাসে
মৃদুছন্দ তোলে কংকনে, কপোলে নীলটিপ।
ভেজামাটির পরশ নিতে আলতারাঙা চরণ
আমার হাতটি ধরা তোর হাতে শিহরণ উঠে
কোন আবেগে মন নাচে তোর কোন নতুনে
ডাগর চোখে কাজলে ডাকে কোন ইশারাতে।
তনু-মন বাঁধে আবেগী বাতাসের কোন বার্তায়
তরুলতা গায় কুঞ্জে নবকিশলয় সাজে ফুলে
প্রেয়সীর বাড়ানো দু’টি হাত ভালোবাসা বাঁধে
আগমনী সুখ স্বপনঘরে আজ মন ছুটে চলে।
লেখক : সেলিনা পারভীন রুমা।