ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার।
রোববার (২ অক্টোবর) সকালে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজার মহাসপ্তমীতে নগরীর বেশ কিছু পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার।
মন্ডপ পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার নগরীর বিভিন্ন মন্দিরের পুজা কমিটির প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্ডপের নিরাপত্তার বিষয় গুলি খুটিয়ে দেখেন।
তিনি বলেন, রাজশাহীতে কোন সময় পুজামন্ডপে বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। আমি আশা করি, এবারও কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটার সুযোগ নাই।
তিনি আরও বলেন, আমি জেলা পরিষদে আসার পর প্রতিবছর নগরী সহ জেলার বিভিন্ন পুজামন্ডপে জেলা পরিষদের অনুদান দিয়ে এসেছিলাম। কিন্তু এবার দূর্গোৎসবের সময় জেলা পরিষদের নির্বাচন হওয়ার করণে এই অনুদান দিতে না পারায় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আশা ব্যক্ত করি, আগামীতে যিনি জেলা পরিষদের চেয়রম্যানের দায়িত্ব গ্রহণ করবেন তিনি এই ধারাবাহিকতা বজায় রাখবেন।
এসময় তিনি নগরীর লক্ষ্মী নারায়ন পুজামন্ডপ, টাইগার পুজা মন্ডপ, বরেন্দ্র গোষ্ঠি পুজামন্ডপ, কল্পতরু সংঘ পুজা মন্ডপ এবং ফুদকীপাড়া কালীমাতা মন্দিরসহ বেশ কয়েকটি পুজামন্ডপ পরিদর্শন করেন তিনি।