ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধিকার এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
বক্তারা বলেন, সকল অভিভাবকদের কন্যা শিশুর সাথে ভালো আচরণের মাধ্যমে গড়ে তুলতে হবে। বর্তমানে কোন শিশুই নিযার্তনের শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা লাইলা তাসলিমা নাসরিন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, পল্লাী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রাফিজা তাবাস্সুম জিনিয়া প্রমুখ।