ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২নং চন্দন নগর ইউনিয়নে চন্দন নগর কলেজ প্রাঙ্গণে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়, তরুন সমাজ সেবক, সাবেক ছাত্র নেতা, নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ব সাধারণ সম্পাদক, ক্বারী দেলোয়ার হোসেন শিমুল এর উদ্যোগে বিনামূল্যে একদিনের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০২০ ইং তারিখে অনুষ্ঠিত চক্ষু শিবির উদ্বোধন করেন, নওগাঁ চন্দন নগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, চন্দন নগর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমান, মহিলা আওয়ামী লীগের নেত্রী রুমা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ক্বারী দেলোয়ার হোসেন শিমুল, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করেন, ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ তত্তাবধানে জাহাঙ্গীর আলম।
এতে প্রায় তিন শতাধিক চক্ষু রোগির ফ্রি চিকিৎসা প্রদান এবং ১০ জন রোগির ছানি অপারেশন করা হয়। তরুণ সমাজ সেবক শিমুল এর ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা শিমুল সেবা সংঘ, সমাজ সেবা মুলক কাজ করে যাচ্ছে প্রায় ৮ বছর ধরে, বিনা মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করছে স্থানিয় জনগণ।
এই সেবামুলক প্রতিষ্ঠান নিরলসভাবে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বসাধারণের মাঝে ফ্রী চক্ষু চিকিৎসা, মেডিসিন ডাঃ দ্বারা চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্নয়, রক্তদানে সহায়তা, সহযোগিতা দিয়ে যাচ্ছে, এতে উপজেলার গরীব অসহায় ও অসহায় মানুষ অনেক উপকৃত হচ্ছেন, সর্ব সাধারণ তরুণ এই সমাজ সেবক কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান, সবাই তরুণ সমাজ সেবক দেলোয়ার হোসেন শিমুল এর সার্বিক মঙ্গল কামনা করেন।