ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য শেখ রাসেল স্মৃতি স্মরণে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে ধাইনগর নাক্কাটিতলা ঘাটে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ধাইনগর ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ।
প্রতিযোগিতা শেষে উভয় দলের মধ্যে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।