ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁ নিয়ামতপুরে শিমুল সেবা সংঘের উদ্যোগে একদিন ব্যাপি ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। গত ১৭ নভেম্বর চন্দননগর কলেজ মাঠে তরুন সমাজ সেবক, সাবেক ছাত্র নেতা নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মোঃ দেলোয়ার হোসেন শিমুল এর উদ্যোগে এবং ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে একদিনের এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে চক্ষু শিবির উদ্বোধন করেন নওগাঁ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চন্দননগর কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমান, মহিলা আওয়ামী লীগের নেত্রী রুমা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ক্বারী দেলোয়ার হোসেন শিমুল, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান ব্যক্তিবর্গ।
চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ নাজমুস সাদাত। সার্বিক তত্ত¡াবধানে জাহাঙ্গীর আলম। প্রায় তিন শতাধিক চক্ষু রোগির ফ্রি চিকিৎসা প্রদান এবং ১০ জন রোগির ছানি অপারেশন করা হয়।
তরুণ সমাজ সেবক শিমুল এর ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা শিমুল সেবা সংঘ, সমাজ সেবা মুলক কাজ করে যাচ্ছে প্রায় ৮ বছর ধরে। বিনা মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করছে স্থানীয় জনগণ। এই সেবামুলক প্রতিষ্ঠান নিরলস ভাবে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্ব সাধারণের মাঝে ্ফ্রী চক্ষু চিকিৎসা, মেডিসিন, ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা, রক্তের গ্রæপ নির্ণয়, রক্তদানে সহায়তা, বাল্য বিবাহ বন্ধ, মাদক বিরোধী উঠান বৈঠকে সহযোগিতা দিয়ে যাচ্ছে, এতে উপজেলার গরীব ও অসহায় মানুষ অনেক উপকৃত হচ্ছেন। এলাকাবাসী তরুণ এই সমাজ সেবক কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সবাই তরুণ সমাজ সেবক দেলোয়ার হোসেন শিমুল এর সার্বিক মঙ্গল কামনা করেন।