ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : গভীর নিম্নচাপের ফলে গত একদিনের হালকা-দমকা হাওয়া ও বৃষ্টিপাতের কারণে সিরাজগঞ্জের রায়গঞ্জে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
গত সোমবার রাতে হালকা-দমকা হাওয়া ও বৃষ্টিপাতের কারণে ঘরবাড়ি ও গাছপালার তেমন ক্ষতি না হলেও উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমূড়া মৌজা ও গ্রামপাঙ্গাসী মৌজাসহ উপজেলার প্রায় অধিকাংশ এলাকার আমন ধানের গাছ মাটিতে হেলে পড়েছে। অনেক জমিতে পানি জমে থাকায় ধানের শীষ নষ্ট হওয়ার আশংকায় ধান গাছ তুলে দেওয়ার চেষ্টা করছেন অনেক কৃষক।
উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের কৃষক নুরনবী সরকার, আলীমুদ্দিন, দেলোয়ার হোসেন ও আব্দুল আজিজ ফেকু জানান, গত সোমবার রাতে দমকা হাওয়া ও বৃষ্টিতে আমাদের আমন ধানের গাছ মাটিতে হেলে পড়েছে। এ বছর আমাদের পেটের ভাত হবে কিনা তা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি আমরা।
কৃষকেরা আরও জানান, উপজেলা কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের আশা দেখছিলেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।