ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশন পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে সাবেক এমপি সহকারি ষ্টেশন মাস্টার ওবায়দুল্লাহ’র কাছে রেলষ্টেশনের বিভিন্ন সমস্যার কথা জানতে চান। সহকারি ষ্টেশন মাস্টার সমস্যাগুলো তুলে ধরেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাবেক এমপি ওদুদ বলেন, জেলা শহর থেকে আন্তঃনগর ট্রেন পদ্মা, সিল্কসিটি ও ধুমকেতু’র সংযোগ হিসেবে কমিউটার ট্রেন বন্ধ রয়েছে। এর ফলে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। বন্ধ ট্রেনগুলো চালু হলে এ জেলার মানুষরা যাতে অতি সহজেই ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে পারে তার জন্য রেলকর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অরক্ষিত রেলষ্টেশন সুরক্ষিত ও ২য় প্লাটফর্মে শেড নির্মাণ করার জন্য বলা হয়েছে।
তিনি আরও বলেন, বনলতা ট্রেনের টিকিট বৃদ্ধির পাশাপাশি বন্ধ ট্রেনগুলো চালু করা হলে ট্রেনের টিকিটের পরিমাণ বৃদ্ধি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। মানবতার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে সুদৃষ্টি রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।