ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ব্র্যাকের বিভিন্ন নাগরিক সংগঠন প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সদর উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র অধিকার এখানে, এখনই (রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক কাজ বাস্তবায়নের জন্য যুব জনগোষ্ঠীর এসআরএইচআর, জেন্ডার, ন্যায় বিচার, ইয়্যুথ-অ্যাডাল্ট পার্টনারশিপ এবং যুব নেতৃত্ব তৈরিতে বিভিন্ন নাগরিক সংগঠন প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্দেশ্য এবং প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার আব্দুল হালিম।
এসময় ব্র্যাকের ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার মোর্শেদা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইলিয়াছ তুহিন রেজা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রি, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, এ্যাডভোকেট খাদিজা ইসলাম সম্পা প্রমুখ।
কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।