ধূমকেতু প্রতিবেদক, নাচোল : সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরে বইউৎসব পালিত হচ্ছে।
রোববার (১ জানুয়ারী) সকাল ১০টায় পৌর এলাকার খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা হাইস্কুল, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়সহ নাচোল ১ ও ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, গুঠইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
ওইসব প্রতিষ্ঠানে বই বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে ওবাইয়েদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকারসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে ওবাইয়েদ জানান, এবছর উপজেলার ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে(ইবতেদায়ী, মাধ্যমিক ও দাখিল পর্যায়ের) শিক্ষার্থীদের জন্য চাহিদা ছিল ২লাখ ৯৪ হাজার ৫১০ পিস। এ পর্যন্ত পাওয়া গেছে ৭৪হাজার, ৯১০ পিস।
অপরদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার জানান, উপজেলার ৮৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাহিদা ছিল ৭৭ হাজার ৫০০ পিস, এ পর্যন্ত পেয়েছেন ৫০ হাজার ১৯০ পিস। তবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে।