ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী অন্যতম আবাসন নির্মাতা প্রতিষ্ঠান আল-আকসা’র পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারী) সিপাইপাড়াস্থ রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীতে অবস্থিত ডক্টর’স টাওয়ারের তৃতীয় তলায় আল-আকসার প্রধান কার্যালয়ে বিকেল সাড়ে ৪ টার দিকে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালেহ উর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী সহ অন্যান্য কর্মকতা ও কর্মচারীবৃন্দ।
কম্বল বিতরণকালে মিজানুর রহমান কাজী বলেন, আমাদের প্রতিষ্ঠানে কর্মকর্তা শ্রমিক ভেদাভেদ করিনা। সকলে একটা পরিবারের মতো। সবাই মিলে এই প্রতিষ্ঠানটিকে আরও সুন্দর করতে চাই। সকলে যদি সকলের পাশে থাকি এই প্রতিষ্ঠান রাজশাহীর গন্ডি ছাড়িয়ে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে।
আমরা করোনার সময় চেষ্টা করেছি সবাইকে কিছুটা হলেও সহযোগিতা করতে। এখন তীব্র শীত রাজশাহীতে। আপনাদের কষ্টের কথা বিবেচনা করেই এবার কম্বল দিচ্ছি সবাইকে। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এসময় তিনি রাজশাহীর অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ করেন তারাও যেনো তাদের কোম্পানীর মতো নিজ নিজ শ্রমিকদের পাশে এসে দাড়ান।
চেয়ারম্যান বলেন, আপনারা আমাদের ভাইয়ের মতো। এখানে সবাই সমান। কেউ বিপদে থাকলে আমরা সবাই মিলে তার পাশে দাড়াবো। সেই চিন্তা থেকেই এ সহায়তা করা।
কম্বল পেয়ে এই প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ বছরের আয়াতুল্লাহ খমেনী ও এগারো বছর ধরে কাজ করা খায়রুল জানান, সব সময় আল-আকসা আমাদের পাশে ছায়ার মতো থাকে। আজকেও একটা ভালো কাজ তারা করেছে। আমাদের দোয়া থাকবে এই প্রতিষ্ঠান আরও অনেক ওপরে উঠবে। কম্বল বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফজলে রাব্বি।