ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের অফিস ভাঙচুরের অভিযোগে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে কবির হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী বাদি হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামী করা হয়েছে বাঘা পৌর সভার নব নির্বাচিত মেয়র আক্কাছ আলীকে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১০ জানুয়ারী) রাতে উপজেলার দক্ষিন মিলিক বাঘার মৃত আবুল কালামের ছেলে কবির হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
কবির হোসেন তার এজাহারে উল্লেখ করেছেন, মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে বাড়ি থেকে রের হয়ে দেখেন, মামলার প্রধান আসামী পৌরসভার কলিগ্রাম এলাকার বাসিন্দা মৃত সোলায়মান হোসেনের ছেলে আক্কাছ আলীর নের্তৃত্বে মামলার অন্যান্য আসামীগণ লোহার রড, পাইপ, চাইনিজ কুড়াল, লাঠি নিয়ে বাঘা টেলিফোন একচেঞ্জের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের অফিসে অনাধিকার প্রবেশ করে বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি ভাঙচুর করে। তাদের নিষেধ করলে আসামীরা মারার জন্য ধাওয়া করে। রাস্তায় দৌড়ে গিয়ে চিৎকার করতে থাকলে আসামীরা অফিস থেকে বের হয়ে অফিসের সামনের একটি মোটর সাইকেল লোহার পাইপ দিয়ে ভাঙচুর করে। এতে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ীদের কেউ কথা বলতে চাননি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, অফিস, বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
পরাজিত নৌকার প্রার্থী শাহিনুর রহমান পিন্টু বলেন, তার সমর্থকদের বাড়িতে হামলা, হুমকি ও বাড়ি ভাংচুর করা হয়েছে মর্মে এর আগেও মামলা দায়ের করা হয়েছে।
এসব অভিযোগ অস্বিকার করে বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী বলেন, আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জনগণের সমর্থন নিয়ে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সহিংসতাকে আড়াল করতে নির্বাচনে আমার কোন ক্যাম্প ছিলনা। নির্বাচনী প্রচারনা করতে গিয়ে নৌকার সমর্থকরা প্রতিটি ধাপে ধাপে প্রতিবন্ধকতা করেছেন। জনগন আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে। নৌকার প্রার্থী পরাজিত হওয়ার পর থেকে আমার সমর্থকদের হুমকি দিচ্ছে। তারা নিজেরাই বিভিন্নস্থানে ভাঙচুর করে আমার ও সমর্থকদের উপর মামলা দিচ্ছে এবং পুলিশকে দিয়ে হয়রানি ও আটক করানো হচ্ছে। যে মামলা দু’টি করা হয়েছে তা মিথ্যা অভিযোগ এনে করা হয়েছে বলে দাবি তার। তবে মামলা দুটিতে জামিন নিয়েছেন বলে জানান মেয়র।
মামলার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন,অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।