IMG-LOGO

বৃহস্পতিবার, ২রা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১লা রজব ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় জাতীয় সমাজসেবা দিবস পালনপোরশায় আন্ত উপজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতারপোরশায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণচিম্ময়ের জামিন নামঞ্জুরআজ রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসযুক্তরাষ্ট্রে বর্ষবরণে গাড়ি হামলায় নিহত বেড়ে ১৫দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন : নির্বাচন কমিশনহঠাৎ হাসনাতসহ তিনজনের ফেসবুক আইডি উধাও, বাকিদেরটা ডিসঅ্যাবলডপ্রেমের টানে পাকিস্তানে গিয়ে ভারতীয় যুবক আটকআজ রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের শুনানি‘আশা জাগানিয়া কিছু প্রত্যাশা করা বড়ই কঠিন হয়ে পড়েছে’মোহনপুর কালিতলাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, প্রাণ গেল কৃষকেরবর্ষবরণ উপলক্ষে SBAC Bank PLC লক্ষ্মীপুর উপ শাখা শুভেচ্ছা বিনিময়নানা আয়োজনে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে রেকর্ড সুস্থতার দিনেই সর্বোচ্চ মৃত্যু

যুক্তরাষ্ট্রে রেকর্ড সুস্থতার দিনেই সর্বোচ্চ মৃত্যু

ধূকেতু নিউজ ডেস্ক : ভ্যাকসিন আসার খবরে কিছুটা স্বস্তিবোধ করলেও করোনায় প্রতিদিনের কয়েক হাজার প্রাণনাশ চরম ভোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। যেখানে গত একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী করোনামুক্ত হলেও পৃথিবী ছাড়া হয়েছেন ২৩শ’ মানুষ। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এছাড়া নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার মার্কিনি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮০ হাজার ৯০৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩০২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৬৮ হাজার ২১৯ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৭৮ লাখ ৫ হাজার ২৮০ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৭ হাজারের কাছাকাছি। যেখানে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ৬১০ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯৮০ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৯ লাখ ৬১ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ১৮ হাজার ২৫৫ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৬ লাখ ৮৫ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৪৪০ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৬ লাখ ৫২ হাজারের কাছাকাছি। এর মধ্যে না ফেরার দেশে ৩৪ হাজার ৩৪৫ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৯ হাজার ২৯৭ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ৩ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ১২ জনের।

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news