ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাইবাল হেলথ কার্যক্রমের আওতায় মোবাইল মেডিকেল টিমের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া জানান, উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি), স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাচোল’র বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে উপজেলা স্বাস্থ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠি (আদিবাসী) একাডেমীর সভাপতি বিধান সিং এর তত্বাবধানে পিছিয়েপড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সুরক্ষায় উপজেলার ৬টি সুবিধাজনক কেন্দ্রে গত ১৭ থেকে ২০ মে পর্যন্ত হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মোবাইল মেডিকেল টিমের চিকিৎসকগণ প্রত্যন্ত গ্রাম পর্যায়ে জনসাধারণের স্বাস্থ্য সুবিধা (চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ) প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া আরও জানান, বিগত তিনদিনে ৬টি কেন্দ্রে প্রায় ৩ হাজার শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধি নারী-পুরুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। মোবাইল মেডিকেল টিমে চিকিৎসা প্রদান করেন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আতিক শাহরিয়ার, ডাঃ আসাদুজ্জামান বিপ্লব, ডাঃ ওমর ফারুক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুল হাসান, ফাজিলাতুন রুবি, লাইলা নাসরিন, স্বাস্থ্য সহকারী রবিউল ইসলাম, বারিউল ইসলাম ও কামজ্জামান সম্রাট।