ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েছেন এই আসনের দলটির একাংশের নেতাকর্মীবৃন্দ। বদলগাছী জেলা পরিষদ ডাকবাংলোর সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় ও সুধী সমাবেশে বাংলাদেশ আওয়মী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই অনুরোধ জানান তাঁরা।
কৃষকলীগের বদলগাছী সদর ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় ও সুধী সমাবেশে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন, বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খাঁন, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক অধ্যক্ষ ময়নুল ইসলাম, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইমলাম, সদস্য লেবু কর্মকার, বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ (মুক্তি), মহাদেরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম (ধলু), চেরাগপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শফিকুল ইমলাম, বদলগাছী মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পরিমল প্রমুখ।
বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খাঁন বলেন, সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সরকারের সচিব থাকাকালীন এলাকার উন্নয়নে ব্যপক অবদান রেখেছেন। আমরা তাঁকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি।
মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বলেন, এই আসনে দলের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারে জনপ্রিয়তায় ধস নেমেছে। তাঁর এই আসনে নেই কোন এলাকার উন্নয়ন। তাই এই আসনের দলীয় নতুন মুখ দেখতে চান এলাকার জনগণ। আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বদলগাছীর কৃতি সন্তান সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। আমরা দ্বাদশ সংসদ নির্বাচনে তঁকে দলীয় মনোনয়ন দেওয়ার অনুরোধ করছি। দাদা এমপি হলে মন্ত্রীত্ব পাবেন বলে আমরা আশা করছি।