ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্নার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২ টায় জেলা আওয়ামী লীগের অফিসে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কবীর বিন আনোয়ার।
আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কবীর বিন আনোয়ার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দিক তুলেধরে বক্তব্য রাখেন।