ধূমকেতু প্রতিবেদক, লালপুর : আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতিকুল হক আতিক। নিজেকে অন্যান্য প্রার্থীদের চেয়ে অধিক যোগ্য বলে দাবি করে সংবাদ সম্মেলন করে নৌকার মনোনয়ন চেয়ে নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা দেন সাবেক এই ছাত্র নেতা।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার লালপুর হল মোড়ে তার নিজ কার্যালয়ে এই সাংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সদস্য, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক জানান, আমি পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
নিজের বর্ণাঢ্য রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি জানান, বর্তমান প্রক্ষাপটে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং এ অঞ্চলের উন্নয়নকে তরান্নিত করতে সাধারণ মানুষ তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দেখতে চায়। সাধারণ মানুষের ভালোভাসার প্রতিদান দিতেই আগামী নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রার্থী হতে চান। এ জনপদের উন্নয়নের বৈসম্য তুলে ধরে সংবাদ সম্মেলনে তিনি এ অঞ্চলের সুসম উন্নয়নের লক্ষে ২৪ দফা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেন।