ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অর্ধ বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১ টায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম বলেন, কেন বাচ্চাকে জিপিএ-৫ পেতেই হবে? তারা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছেন, মানুষ হচ্ছেন ক’জন? আমি অভিভূত এই স্কুলে এসে, এখানে শুধু লেখাপড়ায় হয়না কো-কারিকুলার অ্যাকটিভিটিস ও চর্চা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর সচিব হুমায়ূন কবীর বলেন, সার্টিফিকেট কোনো বিষয় না, অনেকেরই অনেক সার্টিফিকেট আছে। আমরা বাচ্চাদের মানুষ করতে পারছি কি? তিনি আরও বলেন, সন্তানদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবতা শেখাবেন।
এসময় উপস্থিত ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার নাজমা রহমানসহ স্কুলটির অন্যান্য শিক্ষক-শিক্ষিকা প্রমুখ।
ইউটিউব ভিডিও :
পরে এ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এম এ মান্নান খান।
ফেসবুক ভিডিও :