ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে শুক্রবার (২১ জুলাই) নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মীর আল কামাহ্ তমাল।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আনুষ্ঠানিকভাবে নবাগত নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ্ তমালকে বরণ করেন নেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ।
আরও উপস্থিত ছিলেন, আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সোহেল রানা, সদস্য পলাশ দাস বাপ্পীসহ বিভিন্ন দপ্তর প্রধান ও কর্মচারী প্রমুখ।
উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে বদলী হয়েছেন এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ্ তমাল ইতোপূর্বে খানসামার সহকারী কমিশনার এবং পরবর্তীতে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সন্তান।