ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
প্রধান অতিথি বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। ওয়ার্ড হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের একটি সংগঠন। তৃণমূল শক্তিশালী হলে কেউ নৌকার বিজয় ঠেকাতে পারবেনা। ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঠিক থাকলে নৌকার বিজয় সহজ হবে। নির্বাচনের আগে সবাইকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবানীগঞ্জ পৌরসভা বাগমারার রাজধানী। তাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দকে সুসংগঠিত হতে হবে। পৌরসভা থেকেই নৌকার বিজয়ের সুর তুলতে হবে। ভবানীগঞ্জ পৌরসভায় কেউ যেন নৌকার বিরোধীতা করতে না পারে সে ব্যাপারে নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে। ওয়ার্ড পর্যায়ের কার্যকরি কমিটির সভা নিয়মিত করতে হবে।
নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। দেশের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ বলেই শেখ হাসিনা বারবার ক্ষমতায় আসতে পারে। শান্তি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ভবানীগঞ্জ নিউ মার্কেট কার্যালয়ে পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সূর্য্যকান্ত হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর হাসান আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মাল্কে মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, জাহাঙ্গীর আলম হেলাল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আইন বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সদস্য প্রদীপ কুমার সিংহ, বিশিষ্ট ব্যবসায়ী রহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।