ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের (শিক্ষাবর্ষ: ২০২১-২০২২) প্রস্তুতি পরীক্ষার ফলফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রাজশাহী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ আগস্ট) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, ২০২১-২০২২ শিক্ষবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর আবু জাফর মনিরুল ইসলাম। প্রস্তুতি পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অতঃপর বক্তৃতা পর্বে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে রাজশাহী কলেজ সম্পর্কে স্মৃতিচারণ করে এবং কলেজ প্রশাসন ও শিক্ষকমন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া চায়। শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উপাধ্যক্ষ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যার কথা তুলে ধরেন ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন। এরপর শিক্ষার্থীদের মাঝে ফাইল, স্কেল ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক শিক্ষার্থীদের পরীক্ষা বিষয়ে কিছু নির্দেশনা প্রদান করেন। তিনি পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের সাথে শিক্ষার্থীসুলভ ও শালীন আচরণ করার জন্য বলেন এবং কলেজের সুনাম ও সম্মান অটুট রাখার নির্দেশনা দেন। পরীক্ষা কেন্দ্র সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করে তিনি বলেন প্রথম পরীক্ষার দিন অবশ্যই পরীক্ষা শুরুর ১ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহী কলেজ তার ঐতিহ্যগতভাবেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের শুরু থেকে নিবিড় পরিচর্যা দিয়ে গড়ে তোলে। পরিশেষে তিনি শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল প্রত্যাশা ও শুভকামনা জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
পরিশেষে রাজশাহী কলেজ জা‘মি মসজিদের পেশ ইমাম শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।