ধূমকেতু প্রতিবেদক, মান্দা : ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকায় প্রতিবাদ সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, সদস্য আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগ নেতা আবু তালেব, আতাউর রহমান, মোস্তাক আহমেদ ভুট্টু, ফরহাদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা মোর্শেদ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক মোমেনা খাতুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।