ধূমকেতু প্রতিবেদক : নাটোরের গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মদিনা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত মদিনা নাটোরের গুরুদাসপুর উপজেলার তেলকুপি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মদিনা আরেকজন শিশুর সঙ্গে নাটোরের গুরুদাসপুর উপজেলার আত্রাই এর শাখা নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। স্থানীয় শত শত জনগণ তাকে উদ্ধার করতে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গুরুদাসপুর স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্মরনাপন্ন হন।
স্থানীয়রা আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার আব্দুরর রাজ্জাকের নেতৃত্বে একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উদ্ধার কাজ শুরু করেন। এক ঘন্টা খোজাখুজির এক পর্যায়ে ডুবুরী মাইনুল, খোরশেদেও সহযোগীতায় ডুবুরী রিপন মদিনাকে উদ্ধার করেন। পরে খোজাপুর ইউপি চেয়ারম্যানের নিকট মদিনার লাশ হস্তান্তর করা হয়।